১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেট: নভেম্বর ৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার (২৭) নামে এক নারী। রোববার (৩ নভেম্বর) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার ভোরে ওই হাসপাতালে স্বাভাবিকভাবে চার কন্যাসন্তানের জন্ম দেন ফারজানা আক্তার। তিনি নরসিংদীর মনোহরদী থানার মাদুশাল গ্রামের বাহরাইন প্রবাসী মজনু মিয়ার স্ত্রী।

ফারজানার স্বজনরা জানান, ফারজানার আগে এক ছেলে সন্তান রয়েছে। ফারজানা আবার গর্ভবতী হলে নরসিংদীতে ডাক্তার দেখানো হয়। সেখানে আলট্রাসনোগ্রাফিতে তিন সন্তান রয়েছে বলে জানান ডাক্তার। পরে পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়ে শুক্রবার (১ নভেম্বর) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর শনিবার ভোরে সিজারের মাধ্যমে ফারজানা চার কন্যাসন্তানের জন্ম দেন।

এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির বলেন, নরসিংদী থেকে আসা এক গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও চার নবজাতক সুস্থ রয়েছেন। চারজনের মধ্যে প্রথম কন্যার ওজন ১ কেজি ৩০০ গ্রাম, দ্বিতীয় জনের ১ কেজি ২০০ গ্রাম, তৃতীয় জনের ১ কেজি ৩০০ গ্রাম ও চতুর্থ কন্যার ওজন ১ কেজি ২০০ গ্রাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network