৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৭ কোটি টাকার অবৈধ মাল জব্দ

আপডেট: জুলাই ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: অবৈধ কারেন্ট জাল, নিষিদ্ধ পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেটসহ প্রায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।শুক্রবার (৪ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার কালীনাথ রায়ের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

শনিবার (৫ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা বেইসের সদস্যরা ঢাকা থেকে ভোলাগামী এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে অভিযান চালান। তল্লাশি করে তারা ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ ও শুল্ক ফাঁকি দেওয়া পণ্য জব্দ করেন।

জব্দকৃত মালামালের মধ্যে ছিল— ২০ লাখ মিটার নতুন অবৈধ কারেন্ট জাল, ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন, ৫ হাজার ৮৮৯টি আতশবাজি, ১৯ হাজার ৬০০ শলাকা বিদেশি শুল্ক ফাঁকি দেওয়া সিগারেট।

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল ধ্বংস করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে। নিষিদ্ধ পলিথিন হস্তান্তর করা হয়েছে পরিবেশ অধিদপ্তর ভোলা কার্যালয়ে, সিগারেট বরিশাল কাস্টমস অফিসে পাঠানো হয়েছে এবং আতশবাজি জমা দেওয়া হয়েছে ভোলা সদর থানায়।লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান চলবে। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের টহল আরও জোরদার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network