আপডেট: জুলাই ৫, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ইছামতি নদীর ভারত পার্শ্বে বিএসএফের হাতে নিহত বাংলাদেশী যুবক ওয়াসিম আকরামের লাশ প্রায় ৩ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুর ১টার দিকে মহেশপুর সীমান্তের মেইন পিলার ৬০ এর নিকট বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ নিহতের লাশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহত ওয়াসিম আকরাম (২৮) মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
পরে মহেশপুর থানা পুলিশ ওয়াসিম আকরামের লাশ স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম এবং বাগাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলামের উপস্থিতিতে তার পিতা ও আপন বড় ভাইয়ের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ১১ই এপ্রিল সকালে পলিয়ানপুর সীমান্তের পিলার-৬০/২০-আর এর বিপরীতে ইছামতি নদীর ভারতীয় পার্শ্বে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তার লাশ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ উদ্ধার করে ভারতে নিয়ে যায়।
পরের দিন বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলী নামের এক ব্যক্তি মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাঙ্গা বিওপিতে উপস্থিত হয়ে জানান যে, উক্ত অজ্ঞাতনামা মৃতদেহটি তার পুত্র ওয়াসিম আকরামের এবং তিনি তার ছেলের মৃতদেহ ফেরত পাওয়ার জন্য বিজিবির নিকট আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে বিএসএফের সাথে একাধিকবার যোগাযোগ করে বিজিবি। দুই দেশের মধ্যে দীর্ঘ চিঠি চালাচালি শেষে ওয়াসিমের মরদেহ প্রায় ৩ মাস পর ফেরত দিল ভারতীয় পুলিশ।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।