৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

এক কোরাল ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি

আপডেট: নভেম্বর ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কোরাল মাছ।মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা পৌরমাছ বাজারে এনে মাছটি ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি করা হয়।প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মাছটি কেনেন স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লী ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, কুয়াকাটায় বড় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। তাই আমরা উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে এসব মাছ সংগ্রহ করি।

জেলেরা জানান, সামুদ্রিক বড় মাছ ধরার মৌসুমে মাঝে-মধ্যেই এমন বড় আকারের ইলিশ, কোরাল, রূপচাঁদা, বোয়াল ও বাঘা আইড় মাছ জালে ওঠে।জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘লংফিন ব্যাট ফিশ’ব্যবসায়ীরা বলেন, এ মৌসুমে বড় আকারের সামুদ্রিক মাছের প্রাচুর্য দেখা যায়। তবে আগের তুলনায় এখন মাছের সংখ্যা কিছুটা কমে গেছে। পরিবেশ পরিবর্তন ও দুষণ এর একটি বড় কারণ।কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ সময় সমুদ্রে বড় আকারের মাছ ধরা পড়ে। জেলেরা নিয়ম মেনে মাছ ধরলে সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি সম্ভব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network