আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত একজন শিক্ষার্থী এবং পানছড়ি ডিগ্রি কলেজে এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থীসহ মোট দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী হিসেবে দুই সেট বই তুলে দেওয়া হয়।বই বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।
এ সময় তিনি বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের শিক্ষার অগ্রযাত্রায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

