আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:: বরিশালে দত্তক নেওয়া একটি শিশুকন্যাকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে এ্যাডেলিন বিশ্বাস (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে।সোমবার রাতে বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার এসআই মাজেদুল ইসলাম জানান, এ্যাডেলিন বিশ্বাস নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নগরীর পুলিশ লাইন্স রোড, আমবাগান এলাকার বাসিন্দা এবং ড্যান অধিকারীর স্ত্রী।শিশু নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে পুলিশ এ্যাডেলিন বিশ্বাস ও তার ভাইকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে।
মামলার বাদী এসআই মাজেদুল ইসলাম জানান, ১২ বছর বয়সী ওই শিশুকন্যাকে ছোট বেলায় তার বাবা-মা এ্যাডেলিন বিশ্বাসের কাছে দত্তক হিসেবে দেন। এরপর এ্যাডেলিন শিশুটিকে গৃহপরিচারিকার কাজ করাতেন। কাজের ক্ষেত্রে কোনো ভুল হলে শিশুকে প্রতিদিন মারধর করা হতো এবং তাকে অবশিষ্ট খাবার খেতে দেওয়া হতো।
এ্যাডেলিন বিশ্বাসের ভাই, জনি বিশ্বাস, শিশুটিকে যৌন নিপীড়ন করতেন। শিশুটি এ বিষয়টি গৃহপরিচারিকা ঝুমুর বেগমকে জানান। এরপর ঝুমুর বেগম শিশুটিকে এ্যাডেলিনের কাছ থেকে তুলে নেন। ২ নভেম্বর শিশুটিকে ওই বাসা থেকে উদ্ধার করা হয় এবং ১২ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় শিশু অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়।
মামলার পর ২ ডিসেম্বর ঝুমুর বেগমকে গ্রেপ্তার করা হয় এবং শিশুকে উদ্ধার করা হয়। শিশুর জবানবন্দি গ্রহণ করে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ জানান, শিশুটি শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের শিকার হয়েছে। এরপর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পালক মা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।মামলার পর এ্যাডেলিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও তাকে তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার আবেদন করা হয়েছে বলে এসআই মাজেদুল ইসলাম জানিয়েছেন।

