৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার কৃষি গবেষণা এলাকায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি টু দিঘীনালা সড়কের কৃষি গবেষণা নামক স্থানে টহলরত খাগড়াছড়ি সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় মোঃ আইয়ুব (৩৮) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। আটক মোঃ আইয়ুব চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা পৌরসভার খন্দকার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম ইছাহক।

আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং নগদ ৪ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত আসামি এর আগেও অস্ত্র ও গোলাবারুদসহ চট্টগ্রামের র‍্যাব-৭ এর হাতে গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আটক হয়েছিল।

পরবর্তীতে আটক সন্ত্রাসীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাগড়াছড়ি জোন সদরে নিয়ে আসা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network