৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দুমকিতে দিনভর কোরআন পাঠ

আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় দিনভর কোরআনখানি ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।পটুয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।দোয়া ও কোরআনখানি অনুষ্ঠিত হয় দুমকি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে লেবুখালী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায়। এর মধ্যে রয়েছে লেবুখালী বায়তুল আমান হাফেজী মাদ্রাসা, লেবুখালী সুফিয়া খাতুন মহিলা হাফেজী মাদ্রাসা এবং লেবুখালী দারুল কোরআন হাফেজী মাদ্রাসা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বিএনপি নেতা মতিউর রহমান দিপু, মো. ফোরকান হাওলাদার, মো কবির শরিফ মো : সুমন শরিফ আলিউল হাওলাদার, সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা। এ সময় নেতারা বলেন, দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network