১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

ভোরের পাখি নৃত্যকলা প্রতিযোগিতায় দেশসেরা দীপান্বিতা দেবনাথ পূর্বা

আপডেট: জানুয়ারি ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পলাশ তালুকদার।। ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সারাদেশব্যাপী “সেরার সেরা স্বর্ণপদক–২০২৬” নৃত্য প্রতিযোগিতায় একক লোকনৃত্যে দেশসেরা নৃত্যশিল্পীর স্বীকৃতি অর্জন করেছে গৌরনদী শিশু একাডেমীর নৃত্য শাখার ছাত্রী দীপান্বিতা দেবনাথ পূর্বা।
গত ২ জানুয়ারি ২০২৬ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমীর শিশু জাদুঘর মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের ৮টি বিভাগসহ বিভিন্ন জেলা ও উপজেলার অসংখ্য নৃত্যশিল্পী অংশগ্রহণ করে। গৌরনদী উপজেলা থেকে অংশগ্রহণ করে (ক) শাখায় একক লোকনৃত্য পরিবেশন করে বিচারকদের মুগ্ধ করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে দীপান্বিতা।
দীপান্বিতা দেবনাথ পূর্বা বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের বাসিন্দা। তিনি শিক্ষক দম্পতি দীপঙ্কর দেবনাথ ও চঞ্চলা সরকারের একমাত্র কন্যা। বর্তমানে তিনি বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
উল্লেখ্য, দীপান্বিতা এর আগেও তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত সারাদেশব্যাপী প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি–২০২৫’-এ উচ্চাঙ্গ নৃত্যে বরিশাল বিভাগীয় চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়ে ঢাকায় বাংলাদেশ টেলিভিশনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে নৃত্য পরিবেশন করে ব্যাপক সুনাম অর্জন করে।
তার এ অর্জনে পরিবার, শিক্ষক, প্রশিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network