আপডেট: জানুয়ারি ১৯, ২০২৬
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও এমজেএসকেএস এর চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশের অফিসে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রংপুর বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা-জিলুফা সুলতানা, কুড়িগ্রাম জেলা সমাজসেবা কর্মকর্তা-হুমায়ুন কবির, কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন কর্মকরতা- মোঃ আব্দুল হামিদ, পরিবার পরিকল্পনা অফিসার- মোঃ মোজাম্মেল হক, আরডিআরএস বাংলাদেশ এর সমন্বয়কারী (কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রাম)- মোঃ মতিউর রহমান ও অলিক রাংসা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলার বিভিন্ন উপজেলার থেকে আগত চাইল্ড নট ব্রাইট প্রকল্পের যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন।
চাইল্ড নট ব্রাইড প্রকল্পের কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ, নারীর ক্ষমতায়ন ও আত্মসামাজিক অবস্থার পরিবর্তন সহ নানাবিধ বিষয় নিয়ে কাজ করে আসছিলেন। সমাপনী আয়োজনে বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন যুবক-যুবতী এবং নারীরা তাদের সফলতার গল্প তুলে ধরেন।
আলোচনা সভায় মিষ্টি নামে এক তরুণী বলেন, তাকে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থাতেই একবার বাল্যবিবাহের কবলে পড়তে হয়েছিল। তবে সেই অবস্থা কাটিয়ে তিনি যখন পড়ালেখা করছিলেন, ঠিক তখন দশম শ্রেণীতে পড়া অবস্থায় আবারও বাল্যবিবাহের সম্ভাবনা তৈরি হয়েছিল। নানা প্রতিকুলতার পরও তিনি বিভিন্ন পরামর্শে ড্রাইভারি প্রশিক্ষণ নিয়েছে। তিনি এখন বৈধ এবং দক্ষ একজন ড্রাইভার হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি তার যোগ্যতা অনুযায়ী একটি চাকরির প্রত্যাশা করছেন। তিনি মনে করেন, বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়ে এখন তিনি স্বাবলম্বীতার পথেই হাটছেন।
রংপুর বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা-জিলুফা সুলতানা তার বক্তব্যে বলেন, কুড়িগ্রাম জেলায় সরকারি চাকরি কাজে থাকাকালীন অনেক সময় তিনি এই জেলায় অতিবাহিত করেছেন এবং এখানকার মানুষের জীবন জীবিকা খোঁজ-খবরই তার কাছে জানা আছে। একবার তিনি অষ্টমী চরে গিয়ে সেখানকার চরের মানুষের বাল্য বিবাহের ভয়াবহ অবস্থা দেখেছেন।

