২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের মধ্যে খাদ্য যোগাড়-সরবরাহ করা: ফখরুল

আপডেট: মার্চ ৩১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের মধ্যে খাদ্য যোগাড় ও সরবরাহ করা বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এখানে বেশী সমস্যার মধ্যে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। যারা ইনফরমাল সেক্টরে কাজ করেন তারা।
আজ মঙ্গলবার উত্তরার নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে নিতি এ কথা বলেন।
মহাসচিব বলেন, নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করে দলীয় নেতাকর্মীদের দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে বলেছি। এখন যারা খেতে পারছে না তাদের খাবারের ব্যবস্থা করা। সারাদেশে আমাদের কাজ শুরু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ঢাকায় নেতৃবৃন্দ কিছু কিছু এলাকায় খাদ্য ও সুরক্ষা সামগ্রীর বিতরণ করছে। হয়ত এগুলো নিয়ে হৈ চৈ হচ্ছে না বা মিডিয়ায় আসছে না। তারপরও সবাই কাজ করছে। খুলনা থেকে সাবেক এমপি মুঞ্জ ফোন করে আমাকে জানিয়েছেন তারা প্রত্যেকটি ওর্য়াডে ওয়ার্ডে কাজ শুরু করেছেন।
তিনি বলেন, সরকারের ছুটি ঘোষণার পর অনেকেই বেড়াতে চলে গেছেন। আমাদের দেশের মানুষ ওই অর্থে সচেতন না তারা বুঝতেও পারেনি। ছুটি পেয়েছেন চলে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network