২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

গৌরনদীতে নিজস্ব অর্থায়নে তিন ভাইয়ের  উদ্যোগে  কর্মহীনদের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: এপ্রিল ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ।। সরকার কর্তৃক ঘোষিত লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকার ঘোষনায় বেকার হয়ে যাওয়া সাতশত কর্মহীন দিনমজুর  মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরন করেন তিন ভাই।

 

বরিশাল  জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের তিন শতাধিক দুঃস্থ কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিন ভাই। বৃহস্পতিবার সকালে ইলিয়াস বালী, চুন্ন বালী ও পান্নু বালীর নিজস্ব অর্থায়নে এসব দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তৈল ও সাবান বিতরণ করা হয়।

এছাড়াও  দুঃস্তদের বাড়ি বাড়ি গিয়ে এবং   সরিকল  ইউনিয়ন নিজ  ওয়ার্ডে ঘরে ঘরে  গিয়ে  সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরন করেন।

সুবিধাভোগী ও স্থাণীয়রা জানান, লক ডাউনের ফলে কর্মজীবি দিনমজুর  মানুষেরা কর্মহীন হয়ে পরেছে। প্রতিদিন কাজ করে উপার্জনলব্ধ আয় দিয়ে সংসার চালাত। বর্তমানে কাজ বন্ধ হয়ে অভাবে দিন কাটাচ্ছে। সরিকল ইউনিয়ানের কর্মহীন মাঝে  ইলিয়াছ বালী এর ব্যক্তিগত উদ্যোগে ৩০০শ পরিবারের প্রত্যেককে  কেজি চাল, কেজি পিয়াজ,  কেজি মশুরীর ডাল,  সাবান প্রদান করেন।

এ সময় হাত দোয়া সামাজিক দুরত্ব বজায় রাখতে Covid19 করোনা ভাইরাস জনিত পরামর্শ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network