২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবাসহ ‘মাদক কারবারি’রোহিঙ্গা আটক

আপডেট: মে ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফে শপিং ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। যার মূল্য ৫০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক মোঃ রেজোয়ান উখিয়া বালুখালী ১২নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জে ১৫ এর বাসিন্দা মোঃ কাশেমের ছেলে।

এ ব্যাপারে কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, হোয়াইক্যং বাজারের দক্ষিণ পার্শ্বে ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫০ লাখ  টাকা। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network