২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৪০০ জন পেল প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

আপডেট: জুন ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় আম্ফানে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৪’শ জনকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভবনে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৪’শ জনকে জনপ্রতি দশ কেজি করে চাল, একটি সাবান ও এক লিটার তেল মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন কুকুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ কুকুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৪’শ জনকে চাল, তেল ও সাবান বিতরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network