৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

গৌরনদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেনীকক্ষে স্বাস্থ্যবিধি পরিদর্শন।

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

 

গৌরনদী প্রতিনিধি।। করোনা বিস্তারের ফলে দীর্ঘ আঠার মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ ১২ সেপ্টেম্বর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়।
পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

তারই ধারাবাহিকতায় আজ সকালে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এবং ছাত্র ছাত্রীরা স্বাস্থ্যবিধি মানছে কিনা সে বিষয়ে খোজ খবর নেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনি কক্ষ পরিদর্শন করে দেখেছি যে ছাত্র ছাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধির সচেতনতা খুবই সন্তোষজনক এবং শিক্ষকরাও এ বিষয়ে তদারকি করছেন।

তিনি আরো বলেন এভাবে যদি ক্লাস পরিচালনা করা হয় তাহলে শিক্ষার্থীরা করোনা সংক্রামন এর ঝুকি থাকবে না। এবং আমাদের তদারকি অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network