২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ, ৪৬ শিশু আহত

আপডেট: জানুয়ারি ১৪, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বেলুন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪৬ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোকরা ইউনিয়নের বিরলি গ্রামে মাঠে এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজন শিশুকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং অপেক্ষাকৃত গুরুতরদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিরলি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন নিজ বাড়ির উঠানে গ্যাস বেলুন বিক্রি করতেন। আজ বিকেলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় সেখানে উপস্থিত শিশুরা আহত হয়।এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ থেকে জানা যায়, গ্যাস বিস্ফোরণে আহত ১০ জনেরও বেশি শিশুকে এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামিয়া সাইফুল বলেন, গ্যাস বিস্ফোরণে ঘটনায় অন্তত ৪৬ জন আহত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network