আপডেট: মে ১১, ২০২২
এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ই মে) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজের অদূরে পাঁচ ফোকট নামক স্থানে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ আপ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই যুবকের পরনে ছিলো জিন্সের প্যান্ট এবং গাঁয়ে ছিলো লাল রংয়ের টি-শার্ট।
রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির পুলিশ। তারা নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।