২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

৫৮ বিজিবির ব্যবস্থাপনায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন
দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ » আপডেট নিউজ

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ১৫০টি গরীব দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পেইনে সর্বমোট ১৫০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদের সভাপতিত্বে এবং মহেশপুর ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (১৬ই ডিসেম্বর) বিকালে এই শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এসময় সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সকল স্তরের মানুষকে অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ বলেন, এই আয়োজন সমূহের মুখ্য উদ্দেশ্য হলো, সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে যারা গরীব দুঃস্থ মানুষ রয়েছে তাদের কল্যাণে কিছুটা হলেও বিজিবিকে অংশীদার করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সচেতনতা বৃদ্ধি করা। নিরাপদ সীমান্ত, মাদক ও সন্ত্রাসমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network