আপডেট: ডিসেম্বর ৬, ২০২৩
বরগুনা প্রতিনিধি:: বরগুনা পৌর এলাকায় শ্বশুরবাড়ি থেকে ২৩০ পিস ইয়াবাসহ মো. নাহিদ হোসেন হৃদয় এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. বশির আলম। এর আগে, মঙ্গলবার রাতে বরগুনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্যামলী হল এলাকার গ্রিনরোডের হৃদয়ের শ্বশুর আবদুল বারেকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. নাহিদ হোসেন হৃদয় চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা হাজি কবির সরকারের ছেলে।জানা যায়, চাঁদপুর থেকে ইয়াবা এনে বিক্রির জন্য বরগুনায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন নাহিদ- এমন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঐ বাড়িতে তল্লাশি করলে ২৩০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবসহ নাহিদকে গ্রেফতার করা হয়।
ওসি মো. বশির আলম জানান, গ্রেফতারকৃত নাহিদ একজন ইয়াবা সেবনকারী এবং বিক্রেতা। মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ নাহিদকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।