২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিবচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে হাসপাতালে পাঠালো বখাটেরা

আপডেট: মার্চ ২৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের শিবচরে কলেজছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত হয়েছেন অন্তত ১০ শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- স্বর্ণালী আক্তার, শিফা আক্তার, মাকসুদা, সজিব খান, তানভীর রায়হান, সজিব শেখ, বিয়াদুল ইসলাম প্রমুখ। আহতরা সবাই শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যোগদান শেষে নিজ নিজ এলাকায় ফিরছিলেন ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকায় গেলে আকাশ, তামিম, শুভ নামে বেশ কয়েকজন বখাটে ঐ কলেজের শিক্ষার্থীদের ইভটিজিং করে। এর প্রতিবাদ করায় আকাশের নেতৃত্বে কলেজের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আহত হয় অন্তত ১০ জন। তাদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।শিক্ষার্থী সেজুতি মন্ডল জানান, প্রথমে মেয়েদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় হামলা চালায়।আহত সজিব খান বলেন, ‘নন্দকুমার ইনস্টিটিউটের শিক্ষার্থী আকাশের নেতৃত্বেই এ হামলা চালান তারা। এর সুষ্ঠু বিচার চাই।’

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি।শিবচর ইউএনও আব্দুলাহ আল মামুন বলেন, যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দুই পক্ষকেই ডাকা হয়েছে, শুনে এর সমাধান করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network