২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মানুষের পেট থেকে বের হলো জ্যান্ত কুঁচিয়া মাছ

আপডেট: মার্চ ২৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির পায়ুপথ দিয়ে পেটে প্রবেশ করে ২৫ ইঞ্চি লম্বা একটি কুঁচিয়া মাছ। অবশেষে অস্ত্রোপচার করে বের করা হয়েছে সেই মাছটি।এ সময় জীবিত ছিল কুঁচিয়া মাছটি।রোববার (২৪ মার্চ) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়।

সিওমেকের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচার করে ওই রোগীর পেট থেকে মাছটি বের করা হয়।অস্ত্রোপচারে অংশ নেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্টার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর।

২৪ মার্চ ওই রোগী হাসপাতালে এসেছিলেন। লোকটি মাছ ধরতে পানিতে নামলে তার পায়ুপথ দিয়ে জ্যান্ত একটি কুঁচিয়া মাছ ঢুকে যায়।রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিওমেক হাসপাতালে রাত সাড়ে দশটার দিকে অস্ত্রোপচার করা হয়। চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network