২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

দিনে-দুপুরে দোকানের টিন কেটে নগদ টাকা, সিগারেট ও ব্যাটারি চুরি

আপডেট: মার্চ ২৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

‘চোরে শোনে না ধর্মের কাহিনী’ কথাটা আবারও প্রমাণিত হলো। পবিত্র রমজানে মাসে জুমার নামাজ চলাকালীন দোকানের বেড়ার টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট ও ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরচক্র। শুক্রবার (২৯শে মার্চ ২০২৪) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে কাউছার টি স্টল ও আঁখি সাইকেল স্টোরে এই ঘটনা ঘটে।

কাউছার টি স্টলের স্বত্বাধিকারী কাউছার আলী বলেন, ‘অন্যান্য জুমার দিন উথলী বাসস্ট্যান্ড জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেও আজ আমি দোকান বন্ধ করে গ্রামের ভেতরের একটি মসজিদে জুমার নামাজ আদায় করি। নামাজ শেষে বিশ্রাম নিয়ে দোকানে এসে দেখি আমার দোকানের পিছনের দিকের টিন কেটে চোরচক্র প্রবেশ করে দোকানে থাকা নগদ আনুমানিক ৫০০-৬০০ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও বিস্কুট চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা।’

আঁখি সাইকেল স্টোরের স্বত্বাধিকারী আব্বাস বলেন, ‘কাউছার টি স্টলের পাশেই আমার ‘আঁখি সাইকেল স্টোরের অবস্থান। টিন কেটে কাউছার টি স্টলে প্রবেশের পর ওই দোকানের ভেতর থেকে পুনরায় টিন কেটে চোরচক্র আমার দোকানে প্রবেশ করে দোকান থেকে একটি নতুন ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ হাজার টাকা।’

এদিকে প্রকাশ্য দিবালোকে উথলী বাসস্ট্যান্ড বাজারের দুটি দোকানে চুরির ঘটনায় এলাকার অন্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। এ ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network