আপডেট: June 20, 2024
বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সদ্য পাস করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সামিউল (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।নগরীর আমিরকুটির এলাকার কাজী মঞ্জিলে বৃহস্পতিবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটে।বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।
সামিউল আমিরকুটির এলাকার স্বপন কাজীর ছেলে। তিনি চলতি বছর বরিশাল পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।নিহত সামিউলের বড় ভাই বলেন, বৃহস্পতিবার ভোর রাতে ফজরের নামাজ পড়তে যাই। এসে দেখি দোতালায় আমাদের চিলেকোঠায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে সামিউল।
তিনি আরও বলেন, আত্মহত্যার আগে সামিউল তার ফেসবুকে স্টাটাসে লিখেছেন, ‘শূন্য জীবন আর কত! মা-বাবা আমাকে মাফ করে দিও’।বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, আমির কুটির এলাকায় একটি আত্মহননের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।