আপডেট: জুন ২০, ২০২৪
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গা জেলা থেকে পরিচালিত ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবার’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০শে জুন ২০২৪) বিকাল ৫টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদে চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা পরিবারের প্রধান পরিচালক আরিফ তরফদারের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমপুর ইউপির ২নং ওয়ার্ড সদস্য আলী কদর এবং চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা আরিফ হাসান। এসময় চুয়াডাঙ্গা পরিবারের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, আলমগীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার বলেন, চুয়াডাঙ্গা পরিবার প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হলো। এ কার্যক্রম সফল হোক। আমি সবসময় তাদের পাশে আছি। আশা করছি চুয়াডাঙ্গা পরিবার আরও ভালো ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে। বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
চুয়াডাঙ্গা পরিবারের প্রধান পরিচালক আরিফ তরফদার বলেন, গাছ আমাদের সকলের বন্ধু। প্রচণ্ড গরম থেকে বাঁচতে চুয়াডাঙ্গা জেলায় প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন। চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে আজ আমরা নেহালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলাম। চলতি বর্ষা মৌসুমে আমরা জেলাব্যাপী বৃক্ষরোপণ করব। চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে অনুরোধ, আপনারা নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত ২-৩টি করে গাছের চারা রোপণ এবং পরিচর্যা করুন।
চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা আরিফ হাসান বলেন, আমরা অনেকেই ব্যক্তিগত ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে বৃক্ষরোপণ করে থাকলেও পরবর্তীতে আর রোপিত বৃক্ষের পরিচর্যা করি না। আমরা সেই ধারা থেকে বেরিয়ে এসে বৃক্ষরোপণ ও রোপিত বৃক্ষের পরিচর্যার কার্যক্রম হাতে নিয়েছি। আজ আমরা নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে একটি বকুল গাছ, একটি আম গাছ ও দুটি দেবদারু গাছের চারা রোপণ করেছি। আমাদের এ কার্যক্রম পুরো জেলাব্যাপী চলমান থাকবে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।