আপডেট: জুলাই ১৭, ২০২৪
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি ১৪.৫৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বুধবার (১৭ই জুলাই ২০২৪) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর শিশুতলা নামকস্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী থানার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কান্তিপালের ছেলে তপু পাল (৩৭), সিরাজগঞ্জের বেলকুচি থানার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী (৪২) এবং একই জেলার সারুটিয়া গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)।
বুধবার সকাল ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পরিচালক শাহ মো. আজিজুস শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজিবিএমের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহলদল কালীগঞ্জ-জীবননগর আঞ্চলিক মহাসড়কে ফতেপুর শিশুতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করেন। এসময় উক্ত বাস হতে সন্দেহভাজন ৩ ব্যক্তিকে নামিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তাদের শরীর তল্লাশি করে কোমরে সুকৌশলে লুকানো অবস্থায় প্রত্যেকের নিকট থেকে ৪টি করে সর্বমোট ১২টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার ওজন ৫ কেজি ১৪.৫৯ গ্রাম এবং সিজার মূল্য ৪ কোটি ৮৫ লক্ষ ৮১ হাজার ৫৪ টাকা।
শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার বহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে আটককৃত আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।