আপডেট: অক্টোবর ৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:: আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করে দ্রুত প্রজ্ঞাপন চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার (৬ অক্টোবর) দুপুরে নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে বরিশাল ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা, ১ম ও ২য় শ্রেণির চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর এবং ৩য় ও ৪র্থ শ্রেণিতে ৪০ বছর করার দাবি জানান। এছাড়া শিক্ষক, স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা-চিকিৎসক, আইটি অফিসার, জুডিশিয়াল সার্ভিসে নিয়োগ, জরিপ সংক্রান্ত নিয়োগ, বেসরকারি চাকরি ও গবেষক পদে আবেদনের বয়সসীমা উন্মুক্তের দাবি করেন তারা। এসময় বক্তৃতা দেন, শিক্ষার্থী আরিফ ইসলাম, মোশাররফ পাঠান, মো. হারুন, রাসেল আল মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯১ সালে চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে ৩০ বছরে করা হয়েছিলো। বর্তমান সময়ে দেশের মানুষের গড় আয়ু বাড়লেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। তাছাড়া বিভিন্ন দুর্যোগ ও ঘটনার কারণে আমাদের সেশনজটে পড়েছি।
কোভিট-১৯ এরপর আড়াই বছর কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তাই আমাদের চাকরীর নিশ্চয়তা দিতে বয়সসীমা বৃদ্ধি সময়ের দাবি। অবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।