৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

মুশফিকুল ফজল আনসারীকে ম্যাথিউ মিলারের অভিনন্দন

আপডেট: অক্টোবর ২৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পাওয়ায় মুশফিকুল ফজল আনসারীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার (২৮ অক্টোবর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন আনসারী। বাংলাদেশের সমসাময়িক নানা ইস্যুতে মিলারকে অবহিত প্রশ্ন করেন তিনি।

সে সময় তাকে রাষ্ট্রদূত হিসেবে অন্তর্বর্তী সরকারের দেয়া নিয়োগের বিষয়টিও জানান। খবরটি শুনে আনসারীকে অভিনন্দন জানান ম্যাথিউ মিলার।

গত ২১ অক্টোবর আনসারীকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network