১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নকল শিশুখাদ্য বিক্রয়, চুয়াডাঙ্গার জনি স্টোরকে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট: নভেম্বর ৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গা জেলা শহরের বড় বাজার এলাকায় জনি স্টোর নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল শিশুখাদ্য বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমান জনিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ওই প্রতিষ্ঠানের ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। বুধবার (৬ই নভেম্বর ২০২৪) দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, চুয়াডাঙ্গা জেলা শহরের বড় বাজার এলাকায় মেসার্স জনি স্টের নামক প্রতিষ্ঠানে তদারকিকালে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমান জনিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্যে ভর্তি ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে এই শিশুখাদ্যগুলো দোকান মালিক সমিতি, চেম্বার অব কমার্স, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সচেতন ভোক্তাদের উপস্থিতিতে টাস্কফোর্স কমিটির মাধ্যমে ধ্বংস করা হবে।

সজল আহম্মেদ আরও জানান, এই প্রতিষ্ঠানটির মালিক হামিদুর রহমান জনিকে কয়েক বছর আগে একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি এর পরেও সংশোধন না হয়ে তাঁর নকল ভেজাল শিশুখাদ্যের ব্যাবসা আরও অধিকতরভাবে চালিয়ে যাচ্ছিলেন। পার্শ্ববর্তী মেহেরপুর, ঝিনাইদহ জেলাসহ চুয়াডাঙ্গার সকল উপজেলাতে তিনি এই নকল ভেজাল ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ডিলার হিসেবে সরবরাহ করেন।

অভিযানকালে সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, নিরাপদ খাদ্য প্রতিনিধি ও চুয়াডাঙ্গা জেলার ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network