১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পটুয়াখালীতে শিক্ষার্থীর ওপর হামলা, সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর আব্দুল করিম মৃধা (একেএম) কলেজের ছাত্র মোহাম্মদ মিরাজের ওপর বহিরাগতদের হামলার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী সদর রোড অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রোববার (১২ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে কিছু বহিরাগত প্রবেশ করলে তাদের বাধা দেয় শিক্ষার্থীরা। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগতরা দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। এ সময় দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ মিরাজের মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হামলার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা কলেজে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network