৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

যশোরে ২৩ স্বর্ণের বারসহ দুই যুবক আটক

আপডেট: জুলাই ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

যশোরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (৫ জুলাই ২০২৫) ভোরে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদরের একটি টহল দল শনিবার ভোরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি ৯৫ গ্রাম এবং আনুমানিক মূল্য চার কোটি ৫৭ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর হয়ে মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পরিচালক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর জেলার সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network