আপডেট: আগস্ট ২৭, ২০২৫
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল অঞ্চল টিমের সদস্য, ভোলা জেলার সাবেক আমীর, জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার, জুলাই সনদ ও ঘোষণা পত্রের আইনী বাস্তবায়ন, সংস্কার, ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া কোন নির্বাচন জনগন মানবে না । একটি দলের নেতাদের মুখের আক্রমণাত্মক ভাষা বুঝে সরকারকে সব দলের জন্য নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
বুধবার (২৭ আগস্ট) বিকালে চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে জামায়াতে ইসলামী’র আয়োজনে এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, যারা জুলাই আন্দোলনকে নিয়ে অবজ্ঞার সুরে কথা বলে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন,
আমাদের দেশের কোটি কোটি মানুষ কি চায়, তারা কেমন সমাজ, কেমন রাস্ট্র দেখতে চায় তা বুঝে সেভাবে কাজ করতে হবে যুব সমাজকে। যুব সমাজের সার্বিক প্রচেষ্টায় গঠিত হতে পারে একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ রাষ্ট্র । আমরা দেখেছি যুব সমাজের দৃঢ় মনোভাব ও ত্যাগের ফলে ৫ আগস্ট দীর্ঘ ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। আগামীর বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ গড়ে উঠতে না পারে সেই দিকে যুব সমাজকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এ সময় তিনি আল্লাহর জমিনে কুরআনের বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে রাসুল (সা:) কে আদর্শ মেনে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে দেয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহবান জানান।
জিন্নাগড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা ইসমাঈল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ছালেহ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমীর আবদুল খালেক মাস্টার, বর্তমান সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বিপুল সংখ্যক যুবক অংশ নেয়।