২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা

আপডেট: আগস্ট ২৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গায় জমি নিয়ে চলা দীর্ঘদিনের বিরোধের জেরে ছেলে মিরাজ (২০) ও তার পিতা তৈয়ব আলীকে (৪০) প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৬শে আগস্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর বাজারের অদূরে পোলের মাঠে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবু (৪৩) ও রাজুকে (৩২) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঠা দেড়েক জমি নিয়ে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজের সাথে আপন ভাতিজা বাবু ও ভাগ্নে রাজুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার সালিশের পরেও বিষয়টির কোনো সমাধান হয়নি।

মঙ্গলবার সকালে তৈয়ব আলী ও মিরাজ পোলের মাঠ এলাকায় চাতালে পাট শুকাচ্ছিলেন। এসময় বাবু ও রাজু দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মিরাজ। গুরতর জখম হয় তার পিতা তৈয়ব আলী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার আরও অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত বাবু ও রাজুকে আটক করে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে নিহত মিরাজের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাসের।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network