২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জীবননগর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জীবননগর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জলি জুয়েলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আসাবুল হক ৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা জুয়েলার্সের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পেয়েছেন ৪৪ ভোট। অপর প্রার্থী তরফদার জুয়েলার্সের স্বত্বাধিকারী মতিয়ার রহমান পেয়েছেন ২১ ভোট।

৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মা মনি জুয়েলার্সের স্বত্বাধিকারী জুরাইজ রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লামিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী জসীম উদ্দীন পেয়েছেন ৪৫ ভোট। অপর প্রার্থী ফাহিদা জুয়েলার্সের স্বত্বাধিকারী আজমত হোসেন পেয়েছেন ২২ ভোট।

এছাড়া সহসভাপতি পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোনালী জুয়েলার্সের স্বত্বাধিকারী নিমাই কুমার দে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী জুয়েলার্সের স্বত্বাধিকারী ফারুক আহমেদ পেয়েছেন ৫২ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বতায় সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসবি জুয়েলার্সের স্বত্বাধিকারী রাফিম হাসনাত সজিব।

এর আগে শনিবার (২৩শে আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জীবননগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। তিনি বলেন, নির্বাচনে মোট ভোটার ছিল ১২৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১৭ জন। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং উৎসবমুখর হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network