২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

সূর্য্য তোরণ ক্লাবের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট: আগস্ট ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঐহিত্যবাহী ‘সূর্য্য তোরণ ক্লাব’।

রবিবার (২৪শে আগস্ট) সকাল ১১টার সময় উথলী বাজারে সূর্য্য তোরণ ক্লাবের নিজস্ব ভবনে সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ।

ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য এহসানুল হক নেন্টু, আকরাম হোসেন সন্টু, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী রবিউল হোসেন, ক্লাবের সহসভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকন, জিনারুল হক জান্টু, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী বাজার কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু, ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের মুক্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাম্মদ সগীর, নির্বাহী সদস্য আনিছুর রহমান চান্দু প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমিত খান।

উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন এবং উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network