আপডেট: আগস্ট ২০, ২০২৫
হাসান বিশ্বাস ও তার বড় বোন হাসিনা বেগম
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা হাসান বিশ্বাস (৩৮)। গত সাত মাস আগে থেকে তার শরীরের দুটি কিডনিই কার্যক্ষমতা হারায়। ডাক্তারের ভাষ্যমতে দ্রুত কিডনি প্রতিস্থাপন না করা গেলে তার অবস্থা আরও অবনতির দিকে যাবে। ভাইকে সুস্থ করতে একই ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য ও উপজেলা মহিলা দলের সহসভাপতি হাসিনা বেগম (৪৫) নিজের একটি কিডনি দান করেছেন।
গতকাল মঙ্গলবার দিনগত রাত একটায় সফলভাবে এই কিডনি প্রতিস্থাপন করেছেন ঢাকা শ্যামলীর সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। বর্তমানে ভাই ও বোন দুইজনেই সুস্থ রয়েছেন। এ ঘটনার পর প্রশংসায় ভাসছেন নারী নেত্রী হাসিনা বেগম।
হাসিনার স্বামী ধানীসাফা ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন জানান, সাত মাস পূর্বে হঠাৎ হাসান বিশ্বাসের কিডনির সমস্যা ধরা পড়ে। ডাক্তার জানান তার দুটি কিডনিরই কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন। ভাইকে বাঁচাতে বোন দুই সন্তানের জননী হাসিনা স্বামীর পরামর্শে কিডনি ছোট ভাই হাসান বিশ্বাসকে দিতে সম্মতি দেন। গতকাল মঙ্গলবার দিনগত রাতে অস্ত্র পাচারের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে।