২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

চরফ্যাসনে ঘরের পিছনের পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট: আগস্ট ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক,চরফ্যাসন,ভোলা:
চরফ্যাসনে ঘরের পিছনের পুকুরে পড়ে আরিফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর আড়াইটার দিকে আমিনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলতান আহমদ ব্যাপারি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফার বয়স দেড় বছর, সে দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তার পিতা সামছুদ্দিন একজন ব্যবসায়ী। স্বজনরা জানান, শিশু আরিফার বড় দুই ভাই পড়া শুনা করতে বাড়ির বাহিরে ছিলো, তার অপর বোন পাঁচ বছর বয়সী আনিসা বাড়ির অন্য ঘরে তার সমবয়সীদের সাথে খেলতে যাওয়ায়, আরিফা তার মায়ের সাথে নিজ ঘরে ছিলো, তার মা রান্নায় মনোযোগ থাকা অবস্থায় হঠাৎ আরিফাকে ঘরে না পেয়ে খোজাখুজি করে দেখতে পায় ঘরের পিছনে পুকুরের পানিতে আরিফার দেহ ভাসছে। তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহত আরিফার দাদি বিবি মরিয়ম বলেন, আমি বাসার বাহিরে ছিলাম, ছোট নাতনি পুকুরে যাবে এই ভয়ে চারদিকে বেড়া দিয়েছি, সম্ভবত রান্না ঘরের দরজা দিয়ে বের হয়ে সে পানিতে পড়েছে।

চরফ্যাসন থানার ওসি বলেন, পরিবারের অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network