২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

আপডেট: আগস্ট ১৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির একদল বিজিবি নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে রবিবার রাত সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের আব্দুল কাদেরের আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট।

এছাড়া রবিবার রাত সাড়ে ১১টার দিকে একই ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একদল বিজিবি উপজেলার নতুনপাড়া গ্রামের নাসির মণ্ডলের বিছালী খড়ের ভেতর থেকে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল। নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network