২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

এফডিএ’র কৃষি ইউনিট (মৎস্য খাত) কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন

আপডেট: আগস্ট ১৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উৎযাপন উপলক্ষে চরফ্যাশনে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় কৃষি ইউনিট (মৎস্য খাত) এর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, অলোচনা সভা ও সফল মৎস্য চাষী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় র‍্যালিটি উপজেলা থেকে শুরু হয়ে চরফ্যাশন এর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করন করা হয়। বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উপলক্ষে দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও এর উৎপাদন বৃদ্ধি কল্পে ভবিষ্যৎ করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা পরবর্তীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক এফডিএ-কৃষি ইউনিট মৎস্য খাতের ০২ জন সফল মৎস্য চাষী জনাব মো: মিজান মালতীয়া এবং জনাব মো: সফিকুল ইসলাম খোকন কে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। উক্ত বর্ণাঢ্য র‌্যালি, অলোচনা সভা ও প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি , বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল ইসলাম এরং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর কৃষি ইউনিট (মৎস্য খাত) এর ফোকাল পার্সন শংকর চন্দ্র দেবনাথ সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও কৃষি ইউনিট এর কর্মকর্তাগন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network