আপডেট: অক্টোবর ৭, ২০২৫
চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি : ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি’র প্রজ্ঞাপন প্রত্যাখান করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন চরফ্যাশনের এমপিওভূক্ত শিক্ষকগণ ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় এমপিওভূক্ত বেসরকারি শিক্ষকগনের নেতৃত্বে চরফ্যাশন উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে চরফ্যাশন পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই প্রতিবাদ সভার বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণপ্রত্যাশী জোটের আহবায়ক,শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, এমপিওভূক্ত শিক্ষা জাতীয় করন প্রত্যাশী জোটের সদস্য সচিব মাহমুদুল হাসান, চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক টিপু মালতিয়া, কারামতিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, মাদ্রাসা কর্মচারী ফোরামের সভাপতি কামাল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: জামাল উদ্দিন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সরকার ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে শিক্ষকদের সাথে তালবাহানা না করে অতি দ্রুত শিক্ষকদের দাবি অনুযায়ী কাঙ্খিত বেতন এবং বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে, অন্যথায় সারাদেশে শিক্ষকদের নিয়ে লাগাতার আন্দোলন করা হবে।