২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে স্বাস্থ্য খাত সংস্কার ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট: আগস্ট ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশালে স্বাস্থ্য খাতের সংস্কার ও সিন্ডিকেট ভাঙাসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলন একুশ দিনে প্রবেশ করেছে।রোববার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে আন্দোলনকারীরা প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন।এবার আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ অংশ নেন।

মূল তিন দফা দাবির সঙ্গে গত বৃহস্পতিবার অনশনে থাকা শিক্ষার্থীদের উপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফদের হামলার ঘটনায় বিচারের দাবি যুক্ত হওয়ায় আন্দোলন চার দফায় উন্নীত হয়েছে।

স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দীন রনি বলেন, “১৩ আগস্ট স্বাস্থ্য মহাপরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় উস্কানিমূলক বক্তব্য দেন। এর জের ধরে পরদিন অনশনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। আমাদের আন্দোলনের লক্ষ্য এই অব্যবস্থাপনার সিন্ডিকেট ভাঙা। উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের দাবির বাস্তবায়নের লিখিত নিশ্চয়তা দেয়, তাহলে চলমান কর্মসূচি স্থগিত করা হবে; না হলে আন্দোলন অব্যাহত থাকবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network