২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

দূরপাল্লার বাসের বেপরোয়া গতির কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা

আপডেট: আগস্ট ১৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

দেশের সড়ক-মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। যার ফলে সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল, পঙ্গুত্বের শিকার হচ্ছেন অনেকেই। কিন্তু কোনোভাবেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে তার বেশিরভাগের জন্য দায়ী দূরপাল্লার বাসের বেপরোয়া গতি।

গত ১৪ই আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের কানাইপুরে দর্শনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী দর্শনা ডিলাক্স পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৫ জন। খোঁজ নিয়ে জানা যায়, রয়েল এক্সপ্রেস যাত্রীবোঝাই একটি সিএনজিকে ওভারটেক করতে যেয়ে দর্শনা ডিলাক্স পরিবহনের সাথে সামনাসামনি ধাক্কা মারে। ওই সময় বাস দুটির গতি ছিল অনেক বেশি।

এদিকে ১৫ই আগস্ট রাত ১১টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর থানার বলুহর বাসস্ট্যান্ডে ঢাকাগামী পূর্বাশা পরিবহন ও ট্রাকের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক হঠাৎ করে বাসের সামনে চলে আসলে এ দুর্ঘটনা ঘটেে। যদিও যাত্রা শুরুর পর থেকেই বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে জানিয়েছেন বাসে থাকা যাত্রীরা। একই দিন দুপুরে বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বালির স্তুপের উপর উল্টে যায় কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের একটি বাস। এসময় বাসের নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া ১৩ই আগস্ট দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে কেয়াবাগান নামক স্থানে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। দ্রুতগতিতে অপর একটি বাসকে ওভারটেক করতে যেয়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। একই স্থানে এর আগেও একাধিকবার সড়ক দুর্ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সময়ে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে তার জন্য সবচেয়ে বেশি দায়ী দূরপাল্লার বাসগুলোর নিয়ন্ত্রণহীন গতি। সেইসাথে দায়ী নিয়ম কানুনের তোয়াক্কা না করে সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহনের বুক ফুলিয়ে চলাচল।

তবে গত কয়েক বছরের তুলনায় চলতি বছরে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি হওয়ায় অধিকাংশ জায়গায় সড়কে বেহাল অবস্থা তৈরি হয়েছে। সড়কে খানাখন্দ তৈরি হওয়ায় প্রতিনিয়ত ঘটেই চলেছে ছোটোখাটো দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল যানবাহনের চালকদের গতিসীমা মেনে ধৈর্যের সাথে গাড়ি চালানো উচিত।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network