২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

জীবননগরে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

আপডেট: আগস্ট ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেন্সিডিল, ১টি অটোভ্যান ও ১টি বাটন মোবাইল ফোনসহ কাসেদ আলী (৫০) নামের একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৫ই আগস্ট) ভোরে উপজেলার ইসলামপুর গ্রামের পিচমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কাসেদ আলী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির একদল বিজিবি হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৬৮/এমপি হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের পিচমোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পিচমোড় পাকা রাস্তার পাশ থেকে ১১৮ বোতল ফেন্সিডিল, ১টি বাটন মোবাইল ফোন ও ১টি অটোভ্যানসহ কাসেদ আলী নামের একজনকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network