আপডেট: মে ২৪, ২০২৩
অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে র্যাব। এ সময় ক্ষতিকর রং মিশ্রিত হলুদ, মরিচ ও ধনিয়াগুঁড়া এবং বিপুল পরিমাণ ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।আটকরা হলেন- মো. জসিম উদ্দিন, মো. শরীফ হোসেন, মো. আলাউদ্দিন, মো. জিলানী, মো. সুজন, মো. সাইদুল, আবদুল কাদের, মো. সজল, মো. দেলোয়ার হোসেন ও মো. কামরুল হাসান।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, চাক্তাই এলাকায় একটি কারখানায় ভেজাল ও অস্বাস্থ্যকর মসলা তৈরি এবং বিক্রির উদ্দেশে মজুদের তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। এ সময় কারখানাটি থেকে ক্ষতিকর রং মিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়াগুঁড়া এবং ১২ কেজি ক্ষতিকর রং ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়।
দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের মসলার গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রং এবং রাসায়নিক পদার্থ মিশিয়ে বিভিন্ন পাইকারদের কাছে বিক্রি করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।