১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

চুয়াডাঙ্গার উথলীতে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ১৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

উথলী বাজারপাড়া কবরস্থান কমিটির উদ্যোগে ৯ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ই নভেম্বর ২০২৪) বিকাল থেকে শুরু করে রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই তাফসিরুল কুরআন মাহফিল।

তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন, মুফতি আমির হামজা (কুষ্টিয়া)। দ্বিতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ (চুয়াডাঙ্গা)। তৃতীয় বক্তা ছিলেন সেনেরহুদা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহি উদ্দিন।

এছাড়া কুরআন ও হাদীস থেকে আলোচনা করেন স্থানীয় উলামায়ে কেরামগণ। স্থানীয়রা ছাড়াও দূরদূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এসে উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলেন। কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network