আপডেট: জুলাই ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: হিজলা উপজেলার আফসার উদ্দিন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
মতবিনিময় সভায় তিনি মাদ্রাসার শিক্ষা-পরিবেশ, নৈতিক শিক্ষার গুরুত্ব ও শিক্ষা-ব্যবস্থার সার্বিক মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, আদর্শ সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলেম ও শিক্ষকদের সামাজিক নেতৃত্বে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় অধ্যক্ষ মহোদয় মাওলানা আবদুল জব্বারকে ধন্যবাদ জানিয়ে মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। মাওলানা আবদুল জব্বার এসব বিষয়ে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন।
বুধবার (২৩ জুলাই) দুপুরে আফসার উদ্দিন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেত সাহে আলম চৌধুরী সামু, নরসিংহপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা হারুন-অর-রশিদ, কাউরিয়া কে.আর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা হাবিবুল্লাহ এবং আফসার উদ্দিন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষকবৃন্দ।