১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

জীবননগরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট: অক্টোবর ২১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে মঙ্গলবার (২১শে অক্টোবর) সকাল ১১টার সময় জীবননগর বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চের পাশে মানববন্ধন শেষে পৌর শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন জীবননগর উপজেলার এমপিওভুক্ত  সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

এসময় শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুত বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network