আপডেট: নভেম্বর ৯, ২০২৫
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিয়ের দাবিতে ১৮ বছরের প্রেমিকের বাড়ির সামনে ৯ দিন ধরে অনশন করছেন ২৫ বছরের এক তরুণী।ঘটনাটি উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার নানদোয়হান গ্রামের হিন্দু ধর্মাবলম্বী নারায়ণ মণ্ডলের মেয়ে সঞ্চিতা মণ্ডল (২৫) দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে ইন্দুরকানী উপজেলার চর-সাউদখালী গ্রামের কবির হাওলাদারের ছেলে আলী হাওলাদার (১৮)-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। সম্পর্কের দুই মাস পর আলীর বিয়ের আশ্বাসে সঞ্চিতা কোর্টের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
অভিযোগ রয়েছে, আলী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে লক্ষাধিক টাকা নেন এবং সম্পর্কের সুযোগে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। কিন্তু পরে আলী তার পরিবারকে রাজি করাতে ব্যর্থ হয়ে বিয়েতে অস্বীকৃতি জানান এবং সম্প্রতি ভারতে চলে যান। এরপর থেকে তিনি সঞ্চিতার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।গত শনিবার (১ নভেম্বর) বিকেলে কোনো উপায় না দেখে সঞ্চিতা প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং ঘটনাস্থলে অনেক মানুষের ভিড় জমে।
অনশনরত সঞ্চিতা মণ্ডল বলেন, ‘আমি একটি এনজিওতে চাকরি করি। ফেসবুকে আলীর সঙ্গে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে। এখন বিয়ে না করলে আমার জীবনের কোনো অর্থ থাকবে না। হয় বিয়ে, না হয় আত্মহত্যা—এই দুটোই আমার সামনে।’
আলীর মা রেশমা বেগম বলেন, ‘ছেলে এখন ভারতে আছে। যোগাযোগ করা যাচ্ছে না। যদি বিষয়টি সত্য হয়, তাহলে মেয়েকে বউ হিসেবে ঘরে রাখব।’
এদিকে প্রেমিক আলী হাওলাদারের ভারতীয় মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

