আপডেট: নভেম্বর ৬, ২০২৫
বরিশাল ব্যুরো:: বরিশাল-৫ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, কোন বিভেদ নয়; অতীতের সব ভুলে আমরা কেবল দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষেই থাকবো। আমাদের মধ্যে যাতে কোন বিভেদ সৃষ্টি না হয় এবং আগের ন্যায় যাতে কোন কুচক্রী মহল অপতৎপরতা চালাতে না পারে, সেদিকে সজাগ থেকে একযোগে কাজ করতে হবে।
তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার বিকেলে নগরীর আশ্বিনী করি টাইন হলে বরিশাল জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়।সভায় বরিশাল জেলা বিএনপির শহরে অবস্থানরত সকল সদস্যবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকসহ অনেকে উপস্থিত ছিলেন।

