আপডেট: নভেম্বর ৯, ২০২৫
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
দর্শনার বেগমপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান বিপ্লব (১৯) নামের এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।
শনিবার (৮ই নভেম্বর) বিকালে বেগমপুর ফুলতলা এলাকা হতে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান বিপ্লব জীবননগর উপজেলার উথলী গ্রামের নূর আলমের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই সৌমিত্র সাহা সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার বিকালে বেগমপুর ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান বিপ্লব নামের এক যুবককে আটক করেন। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা ট্যাবলেট। এখনই ইয়াবা কারবারিদের লাগাম টেনে ধরতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

