আপডেট: নভেম্বর ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বরিশাল জেলার উদ্যোগে আজ এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তরুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে জেলার নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। প্রধান বক্তা হিসেবে ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ মোকাম্মেল কবির, সাংগঠনিক সম্পাদক জনাব এইচ এম রমিজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. এ টি এম রেজাউল ফিরোজ নাছিম, মহিলা বিষয়ক সম্পাদক, লুৎফুন নাহার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ মহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বরিশাল জেলার সভাপতি ইঞ্জি. কাজী মনিরুল ইসলাম স্বপন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ (আবু হাওলাদার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সমবায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী চেতনায় বলীয়ান হয়ে কাজ করতে হবে।”
পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত থেকে মতবিনিময় সভাকে সফল করে তোলেন।

